একটি কথা খুবই প্রচলিত পাকা চুল তুলে ফেললে আরও বেশি পাকা চুল গজায় কিন্তু আসলেই কি তাই? জেনে নেওয়া যাক কী বলে বিজ্ঞান? ইউনিভার্সিটি অব আরকানসাস ফর মেডিকেল সায়েন্সে একটি গবেষণা প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু এই ধারণাকে সমর্থন করা হয়নি একটি পাকা চুল তুলে ফেলার অর্থ সেখানে নতুন করে আরেকটি পাকা চুল ওঠার সুযোগ করে দেওয়া ফলে পাকা চুল তুলে ফেললে তার আশপাশের চুল সাদা হওয়ার সুযোগ নেই যতক্ষণ না ওই চুলগুলোর ফলিকলের রঞ্জক কোষগুলো না মরে চুল তখনই রং বদলায়, যখন ওই চুলের ফলিকলের রঞ্জক কোষগুলো মরে যায় তাই কেউ যখন চুল তুলে ফেলে, সে জায়গায় নতুন আরেকটি চুল গজায় চুলের রঞ্জক কোষগুলো উৎপাদন বন্ধ করে দিলে চুলগুলোর রংও সাদা হবে এ বিষয়ে অস্টিনের টেক্সাস ইউনিভার্সিটির ওয়েবসাইটে বলা হয়েছে একটি পাকা চুল তুলে ফেলা তার আশপাশের চুলের ওপর প্রভাব ফেলে না বরং ঘন ঘন পাকা চুল তুলে ফেলার ফলে মাথায় টাক পড়ার সম্ভাবনা বেড়ে যায়