শুধুই কি সর্দি কাশি? ক্যানসারও সারায় আদা



অনেকেই রোজ আদা খেতে ভালোবাসেন। এর টুকরো মুখে রাখেন।



কিন্তু এটি কি শুধুই সর্দিকাশি সারায়?



বিশেষজ্ঞরা কিন্তু আরেকটি বড় গুণের হদিশ দিচ্ছেন।



চিকিৎসকদের কথায়,আদার মধ্যে ক্যানসাররোধী গুণ রয়েছে।



আদার মধ্যে কোনও প্রোটিন নেই। বরং রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট।



অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে।



এই স্ট্রেস আদতে ক্যানসারের মতো ভয়ানক কিছু রোগের কারণ।



একাধিক গবেষণায় দেখা গিয়েছে, আদা শরীরের ফ্রি র‌্যাডিকাল নষ্ট করে দেয়।



এর ফলে ক্যানসারের আশঙ্কা অনেকটাই কমে যায়।