দুনিয়াকাঁপানো সঙ্গীতশিল্পী। তাঁর গাওয়া গানে নিমেষে মিলিয়ন ভিউ হয়। সেই শিল্পীরই মন মজেছে ভারতে



ভারতে ঘুরতে এসেছেন আন্তর্জাতিক সঙ্গীতশিল্পী দুয়া লিপা। সঙ্গে রয়েছে তাঁর পরিবার।



নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে ভারত-ভ্রমণের ছবি শেয়ার করেছেন দুয়া লিপা, শেয়ার করেছেন তাঁর বাবাও।



মরুরাজ্য মন মজেছে দুয়া লিপার। পরিবারের সঙ্গে রাজস্থানে ঘুরছেন তিনি।



একটি ছবি পোস্ট করেছেন দুয়া লিপা। যেখানে দেখা যাচ্ছে তাঁর পিছনের দেওয়ালজুড়ে আঁকা রয়েছে রাধা-কৃষ্ণের ছবি।



দুয়া লিপার ক্যামেরায় জায়গায় পেয়েছে একটুকরো যোধপুর। স্থানীয় মহিলাদের ছবি শেয়ার করেছেন তিনি।



ভাই-বোন রিনা লিপা এবং জিন লিপার সঙ্গেও ছবি শেয়ার দুয়া লিপার।



চোখজুড়নো ক্যানভাসে যোধপুরের উমেইদ ভবন প্রাসাদের ছবি



দিল্লিও ঘুরেছেন তাঁরা। দুয়া লিপার বাবা শেয়ার করেছেন সেই ছবি।



হুমায়ুন সৌধে ঘুরতে এসেছিলেন তাঁরা।



দিল্লির বাংলা সাহিব গুরুদ্বারে সপরিবার দুয়া লিপা। প্রথা মেনেই দর্শন।