দেবরাজ ইন্দ্র তুলে দিয়েছিলেন বজ্র৷ মায়ের হাতের এই অস্ত্র দৃঢ়তা এবং সংহতির প্রতীক।
বিষ্ণু দেবী দুর্গাকে তুলে দিয়েছিলেন শক্তিশালী চক্র। বিনাশ করে শত্রুর।
পবন দেব দেবীকে দিয়েছিলেন তির-ধনুক ৷ উভয়ই ইতিবাচক শক্তির প্রতিক ৷
যমরাজ দেবী দুর্গাকে দিয়েছিলেন দিয়েছিলেন গদা ৷ আনুগত্য, ভালবাসা এবং ভক্তির প্রতীক।
ঐরাবত দেবী দুর্গাকে ঘণ্টা দিয়েছিলেন। ঘণ্টা ধ্বনি অসুরদের তেজকে দুর্বল করে ।
দশভূজা দেবীর হাতে ব্রহ্মা তুলে দেন পদ্ম৷ পাঁকে জন্মায় পদ্ম। আলোর বার্তাবহ পদ্মফুল।
বরুণ দেব দিয়েছিলেন শঙ্খ ৷ যুদ্ধের আহ্বান জানাতে দেবী ব্যবহার করেছিলেন শাঁখ।
শেষনাগ দেবী দুর্গাকে দিয়েছিলেন নাগপাশ৷ শুদ্ধ চেতনার প্রতীক হল এই সাপ।
বুদ্ধিমত্তার প্রতীক তলোয়ার৷ বৈষম্য এবং অন্ধকারকে ভেদ করতে পারে।
মহামায়ার হাতে ত্রিশূল তুলে দিয়েছিলেন স্বয়ং শিব৷ অসুর সংহার করেছিলেন দেবী এই অস্ত্র দিয়ে।