মহালয়ার পুণ্যলগ্নে 'জি বাংলা'র এবারের বিশেষ নিবেদন 'সিংহবাহিনী ত্রিনয়নী'। ২৫ সেপ্টেম্বর ভোর ৫টায় হবে অনুষ্ঠানটি। এবারে দেবী পার্বতীর ভূমিকায় দেখা যাবে শ্বেতা ভট্টাচার্যকে। সন্তান গণেশকে গল্পের ছলে নিজের সিংবাহিনী রূপের বর্ণনা শোনাবেন দেবী পার্বতী। মহিষাসুরমর্দিনীর ভূমিকায় দেখা যাবে সকলের প্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। দেবী চণ্ডিকার ভূমিকায় দেখা যাবে 'পিলু' ধারাবাহিকের রঞ্ঝাকে। দেবী জগদ্ধাত্রীর ভূমিকায় দেখা যাবে 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার' থেকে হংসিনীকে। দেবী কুষ্মাণ্ডারূপে সৃজন করেন ব্রহ্মাণ্ড। এই দেবীর ভূমিকায় দেখা যাবে 'পিলু' ধারাবাহিক থেকে পিলুকে। দেবী মহালক্ষ্মীর ভূমিকায় দেখা যাবে 'খেলনা বাড়ি' থেকে মিতুলকে। দেবী মহাসরস্বতীর ভূমিকায় দেখা যাবে 'এই পথ যদি না শেষ হয়' থেকে ঊর্মিকে। দেবী মহাকালীর ভূমিকায় দেখা যাবে 'উড়ন তুবড়ি'র তুবড়িকে। দেবী জয়দুর্গার দুই রূপে দেখা যাবে 'মিঠাই' ধারাবাহিক থেকে মিঠাইকে। দেবী স্কন্ধমাতার ভূমিকায় দেখা যাবে 'লালকুঠি' থেকে অনামিকাকে। দেবী কামাখ্যার ভূমিকায় দেখা যাবে 'উমা' ধারাবাহিক থেকে উমাকে। দেবী গন্ধেশ্বরী ভূমিকায় দেখা যাবে 'গৌরী এলো' ধারাবাহিক থেকে গৌরীকে।