ক্লিক ওটিটি প্ল্যাটফর্মের আগামী ওয়েব সিরিজের নাম ঘোষণা হয়ে গেল। সিরিজের নাম 'ভিঞ্চি ভারতী অ্যাকাডেমি'।

সিরিজের পরিচালনার দায়িত্বে সৌমিত দেব। এমনকী গল্প, চিত্রনাট্য, সংলাপও তাঁরই লেখা। মূলত ব্যঙ্গাত্মক, ডার্ক কমেডি ঘরানার সিরিজ এটি।

'IIC - Indie Institute of Creativity', যেখানে সুযোগ পেতে প্রতিবছর যে পরীক্ষাটা হয়, সেটিকে বিশ্বের অন্যতম কঠিন পরীক্ষা হিসেবে বিবেচনা করা হয়।

Pretentious Parameter, Toxic Talent, Negligible Knowledge এই তিনটি বিষয়ের ওপর হয় পরীক্ষা। দেশ থেকে প্রতিবছর দশ লক্ষের বেশী ছাত্রছাত্রী পরীক্ষায় বসে।

প্রতিষ্ঠানে সিট মোটে ১৯৮৪টি। এই প্রবেশিকা পরীক্ষায় পড়ুয়াদের তৈরি করার জন্য সারা দেশে ছড়িয়ে রয়েছে প্রচুর প্রতিষ্ঠান।

কিন্তু তাদের মধ্যে সবথেকে প্রতিষ্ঠিত রেসিডেনশিয়াল কোচিং সেন্টারটি হলো ‘ভিঞ্চি ভারতী অ্যাকাডেমি’।

গল্প শুরু হয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান শিলাদিত্যকে নিয়ে। তার বাবা, IIC পরীক্ষার জন্যে তৈরি হতে তাকে 'ভিঞ্চি ভারতী অ্যাকাডেমি'তে ভর্তি করতে নিয়ে আসেন।

এই সিরিজে দেখা যাবে মোট ছয়টি পর্ব। সেগুলি হল, 'ইন্ট্রো', 'ওরিয়েন্টেশন', 'অ্যাসাইনমেন্ট', 'আনকমন রুম', 'হেলদি কম্পিটিশন', 'রেজাল্ট'।

অভিনয়ে দেখা যাবে অর্ণ মুখোপাধ্যায়, শাঁওলি চট্টোপাধ্যায়, শ্রেয়া ভট্টাচার্য, সবুজ বর্ধন, আভেরী সিংহ রায়, শিলাদিত্য চট্টোপাধ্যায়, পলাশ হককে।

রয়েছেন, দেবরাজ ভট্টাচার্য, দুর্বার শর্মা, অনুজয় চট্টোপাধ্যায়, শাশ্বতী সিনহা, সাগ্নিক বসু, পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়, সৌমিক মৈত্র।