পেশাগত ও ব্যক্তিগত, এ বছর দুটি দিকই চুটিয়ে উপভোগ করছেন আলিয়া ভাট। এ বছরই রণবীর কাপুরকে বিয়ে করেছেন। তার পর খুশির খবর--আসছে প্রথম সন্তান!! তার আগে গোলাপি 'ম্যাটারনিটি গাউন'-এ ক্যামেরায় ধরা দিলেন। গ্ল্যামার ও আত্মবিশ্বাস, কোনওটাই একচুলও কমেনি। এদিন তাঁকে বান্দ্রায় দেখা গেল। গোলাপি পোশাকের মানানসই হেয়ার বান করেছিলেন। সঙ্গে কানে সোনালি 'হুপস'। সব মিলিয়ে একেবারে 'কমপ্লিট লুক'। চিত্রসাংবাদিকদের দেখে একগাল হেসে হাতও নাড়লেন। ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত জীবনেও এখন শুধুই আনন্দের স্বাদ রণবীর-ঘরণীর। 'ডার্লিংস'-র সাফল্যের স্বাদ এখনও পুরোপুরি উপভোগ করে উঠতে পারেননি, মুক্তি পেয়েছে 'ব্রহ্মাস্ত্র'। স্বামী রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধে সেখানেও ভক্তদের মন জয় করেছেন আলিয়া। ছবিতে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, নাগার্জুনের মতো তারকার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন তিনি। সব মিলিয়ে ২০২২ সালটা দুরন্ত কাটছে আলিয়ার।