প্রথম ছবিতেই আসমুদ্র হিমাচল মাতিয়ে তোলেন সাড়া ফেলে সাহসী দৃশ্যে তাঁর সাবলীল অভিনয় কিন্তু অভিনয় জীবন দীর্ঘায়িত হয়নি মন্দাকিনির নায়িকা থেকে ক্রমশ পার্শ্বচরিত্রে দেখা যায় তাঁকে তার পর এক সময় সরেই যান ইন্ডাস্ট্রি থেকে এক সময় ছবিপিছু ১-১.৫ লক্ষ টাকা পেতেন তবে হাতছাড়াও হয়েছে অনেক ছবি নায়কের পছন্দ অনুযায়ী নাকি বাছা হতো নায়িকা! বৌদ্ধ সন্ন্যাসীকে বিয়ে করে এখন সংসারী মন্দাকিনি দলাই লামার ভক্ত, গ্ল্যামার দুনিয়া থেকে দূরে