এবছর ২৫ বছরে পা দিল বারাসাত রোড ৪র্থ লেন অধিবাসীবৃন্দের দুর্গাপুজো

রজত জয়ন্তী বর্ষে, মণ্ডপে চিরন্তনী ঐতিহ্যের ছোঁয়া।

মন্ডপের মধ্যে রয়েছে একেবারে অন্য রকমের আলোকসজ্জা

লাইটিংয়ে সেজে উঠেছে পুজো

কাশফুলের আবহও রাখা হয়েছে মন্ডপে দুর্গাপুজোর বিশেষ আবেশই হল এই কাশফুল

লালচে আভা, সাদা খড়ির আলপনায় সেজে উঠেছে মণ্ডপ

প্রতিমার রূপ এখানে সাবেকি একচালচিত্রে সমগ্র পরিবার নিয়ে তিনি এই মন্ডপে বিরাজমান