Image Source: Pexels, Pixabay

শীতকালে অনেকেই কানের যন্ত্রণায় ভুগে থাকেন।

Image Source: Pexels, Pixabay

অনেকসময়েই কানের ভিতরে সংক্রমণ থেকেও ব্য়থা হয়

Image Source: Pexels, Pixabay

ব্য়াকটেরিয়া, ছত্রাক বা ভাইরাসের কারণে এমন সমস্যা হতে পারে।

Image Source: Pexels, Pixabay

এই সমস্যা দূরে রাখতে আয়ুর্বেদে কিছু ঘরোয়া টোটকা হয়েছে।

Image Source: Pexels, Pixabay

তুলসি: প্রদাহরোধী এবং ব্য়াকটেরিয়ারোধী গুণ আছে এর। কানের ব্যথা কমাতে এবং সংক্রমণ দূরে রাখতে সাহায্য করে

Image Source: Pexels, Pixabay

লবঙ্গ তেল: দাঁতের ব্যথায় উপশম পেতে এর বহুল ব্যবহার রয়েছে। তেমনই কানের ব্যথার জন্যও এর ব্যবহার হয়েছে।

Image Source: Pexels, Pixabay

তিলের তেলে লবঙ্গ ফুটিয়ে তারপর ঠান্ডা করে তেলটা ছেঁকে নিতে হবে।

Image Source: Pexels, Pixabay

ছত্রাকনাশক হিসেবে কাজ করে টি ট্রি অয়েল। নারকেল তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়

Image Source: Pexels, Pixabay

কানের বাইরে অংশ সংক্রমণ-জাতীয় সমস্যা হলে তার জন্য ভরসা করতে হবে আদা-রসুনের রসের উপর।

Image Source: Pexels, Pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।