ভারতের নানা রাজ্যে রুপোর জিনিস ব্যবহারের চল রয়েছে। অলঙ্কার থেকে বাসন-কোসন, মূর্তি থেকে পুজোর সামগ্রী, অনেক কিছুই রুপোর হয়ে থাকে। সময়ের সঙ্গে সেগুলি ধীরে ধীরে ঔজ্জ্বল্য হারায়, অনেকসময় দাগ পড়ে যায়। রুপোর জিনিসের ঔজ্জ্বল্য ধরে রাখতে গেলে নিয়মিত সাফ করতে হয়, যত্ন নিতে হয়। ঘরেই কীভাবে সেই যত্ন নেওয়া যাবে? একটি থালায় অ্যালুমিনিয়াম ফয়েলের উপর রুপোর গয়না রাখুন। গরম জলে বেকিংসোডা গুলে ঢেলে দিন। সেভাবে ২-৩ মিনিট রেখে তারপর ঠান্ডা জলে ধুয়ে, শুকনো কাপড়ে মুছে নিতে হবে, বেকিং সোডার বদলে ভিনিগারও ব্যবহার করতে পারেন। একটি বাটিতে গরম জলের সঙ্গে তিন চা চামচ নুন গুলে নিন, তাতে লেবুর রস দিয়ে তাতে রুপোর জিনিস ডুবিয়ে রেখে কিছুক্ষণ পর মুছে নিন। সামান্য পরিমাণ টুথপেস্ট নিন, সেটা হাতে করে রুপোর জিনিসের উপর পালিশের মতো করে ঘষে দিন। রুপোর প্লেট-চামচের ক্ষেত্রে ভাল মানের টোম্যাটো সস মাখিয়ে কিছুক্ষণ রেখে, তারপর ধুয়ে নিলেই ফিরে আসবে ঔজ্জ্বল্য। কিছুক্ষণ রেখে এবার ভাল করে জল দিয়ে ধুয়ে ফেলুন। ফিরবে চকচকে ভাব।