Image Source: Pixabay/ Pexels

কাজ করতে গিয়ে বা খেলতে গিয়ে অনেকসময় চোট-আঘাত লেগে যায়

Image Source: Pixabay/ Pexels

আঘাতের জায়গায় রক্ত জমে যায় বা নীলচে হয়ে যায়। মূলত ত্বকের নীচে রক্তবাহী নালিকা ক্ষতিগ্রস্ত হয়ে এমনটা হয়।

Image Source: Pixabay/ Pexels

এমন সময় ঘরেই প্রাথমিক চিকিৎসা শুরু করা দরকার। বাড়িতেই সহজে করা যায় এই কাজ।

Image Source: Pixabay/ Pexels

ঘরেই থাকে বরফ। চোটের জায়গায় বরফ দিলে রক্ত চলাচলের গতি কমে। ক্ষতিগ্রস্ত রক্তবাহী নালিকা শান্ত হয়।

Image Source: Pixabay/ Pexels

চোটের জায়গা থেকে রক্তপাত হলে তা চেপে বন্ধ করতে হবে। তার জন্য প্লাস্টিক বা কাপড়ের ব্যান্ডেজ ব্যবহার করা যায়।

Image Source: Pixabay/ Pexels

এই সময়ে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া খুব প্রয়োজন।

Image Source: Pixabay/ Pexels

ভিটামিন সি-তে প্রদাহরোধী পদার্থ রয়েছে, যা দ্রুত ক্ষত সারাতে সাহায্য করে।

Image Source: Pixabay/ Pexels

ব্যথা কমাতে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা। ঠান্ডা অনুভব করাতে ও ব্যথা কমাতে এটি কার্যকরী।

Image Source: Pixabay/ Pexels

অনেক সময় হাতে বা পায়ে চোট লাগলে তা তুলে রাখতে বলা হয়। যাতে সেখানে রক্ত চলাচলের গতি কম থাকে।

Image Source: Pixabay/ Pexels

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতির জন্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন।