দৈহিক ওজনের তারতম্য ঘটলে, কোনও অস্ত্রোপচার হলে স্ট্রেচমার্ক দেখা দিতে পারে।

প্রতিদিনের জীবনে সহজ কিছু নিয়ম মেনে চলতে পারলে স্ট্রেচমার্ক সময়ের সঙ্গে সঙ্গে ফিকে হতে থাকে।

টি ট্রি অয়েলে অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং ক্ষত, দাগছোপ দূর করার উপকরণ রয়েছে।

টি ট্রি অয়েলের এইসব উপকরণ স্ট্রেচমার্ক ফিকে করতে সহায়তা করে।

অলিভ অয়েলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই। এছাড়াও রয়েছে ত্বকে পুষ্টি জোগানোর মতো বেশ কিছু উপাদান।

এইসব উপকরণের সাহায্যে অলিভ অয়েল স্ট্রেচমার্ক হাল্কা করতে বা তুলতে সাহায্য করে।

ভিটামিন সি ত্বকের স্ট্রেচমার্ক দূর করতে সাহায্য করে।

লেবু জাতীয় যেকোনও ফলে থাকে ভিটামিন সি। এর মাধ্যমে দূর করা যায় স্ট্রেচমার্ক।

অ্যালোভেরার মধ্যে থাকা বিভিন্ন উপকরণ স্ট্রেচমার্ক দূর করতেও সাহায্য করে।

স্কিন টিস্যু রেজুভিনেশন বা রিজেনারেট করতে সাহায্য করে অ্যালোভেরা জেল।