Image Source: Pexels, Pixabay

শীতে শুষ্ক ত্বকের সমস্যা হওয়া স্বাভাবিক

Image Source: Pexels, Pixabay

সুরাহা পেতে অনেকেরই ভরসা তেল, ময়শ্চারাইজার।

Image Source: Pexels, Pixabay

ডায়েটে সামান্য খেয়াল রাখলেও উপকার মেলে। কী কী থাকবে সেই ডায়েটে?

Image Source: Pexels, Pixabay

শীত হলেও পর্যাপ্ত জল খেতে হবে।

Image Source: Pexels, Pixabay

কম জল খাওয়ার সরাসরি প্রভাব পড়ে ত্বকের স্বাস্থ্যে।

Image Source: Pexels, Pixabay

ত্বকের শুষ্কভাব ঠেকাতে নিয়মিত মাছ খাওয়া প্রয়োজন।

Image Source: Pexels, Pixabay

মদ্যপানের কারণে ডিহাইড্রেশন হয়। এই অভ্যাস বন্ধ করা প্রয়োজন।

Image Source: Pexels, Pixabay

ডিমের কুসুম ত্বকের পুষ্টির জন্য উপকারী। কুসুম বাদ না দেওয়াই ভাল।

Image Source: Pexels, Pixabay

ত্বক ভাল রাখতে প্রয়োজন কোলাজেন সমৃদ্ধ খাবার। মাংস কোলাজেনের অত্যন্ত ভাল উৎস।

Image Source: Pexels, Pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় ডায়েটের জন্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন