এই ১০ স্কিল শেখা থাকলে AI বাতিল করতে পারবে না আপনাকে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে এই প্রযুক্তি বা স্কিল শিখে রাখলে আপনি বাতিল হবেন না।
এই তালিকায় প্রথমেই রয়েছে ইমোশনাল ইন্টেলিজেন্স যা মানবিক অনুভূতি ও চিন্তাভাবনাকে নিয়ে কাজ করে।
ক্রিটিক্যাল থিঙ্কিং এবং ব্যক্তিগত বিচারবোধ আরেকটি স্কিল যা এআই কখনও রপ্ত করতে পারবে না।
সৃজনশীলতা আর উদ্ভাবনী শক্তি বরাবর মানবিক গুণ, এগুলি থাকলে এআই আপনাকে বাতিল করতে পারবে না। এআই সিস্টেমে নেই এথিক্যাল রিজনিং ও মর্যাল ফ্রেমওয়ার্ক। এগুলি শিখে রাখা জরুরি।
অভিযোজনক্ষমতা আর ধৈর্য আরেকটি দক্ষতা যা মানুষকে সাহায্য করে পরিস্থিতি বদলাতে, এআই এটি নকল করতে পারবে না।
তাছাড়া কালচারাল ইন্টেলিজেন্স ও গ্লোবাল পারস্পেক্টিভও আরেকটি গুরুত্বপূর্ণ স্কিল। আত্মরক্ষার কৌশল শিখলে আত্মবিশ্বাস বেড়ে যায়, শারীরিক সক্ষমতাও বাড়ে।
ইমোশনাল রেগুলেশন, মেডিটেশনের মত স্কিল রপ্ত করে রাখলে এআইয়ের থেকেও আপনি এক ধাপ এগিয়ে থাকবেন।
এআই আপনার আর্থিক পরিকল্পনা করতে পারবে না, এটি ভাল করে শেখা থাকলে এগিয়ে থাকবেন।
কিছু কিছু সামাজিক স্কিল, অভ্যাস গড়ে তোলার স্কিল গড়ে তোলা দরকার প্রত্যেকের নিজেকে উন্নত করার জন্য।