ঝকঝকে রেজাল্ট
অবশ্যই কাজে লাগে


কিন্তু তার বাইরেও
কিছু জিনিস গুরুত্ব পায়


সেই নিরিখেই চাকরিতে
নিয়োগ করে তাবড় সংস্থা


সংশ্লিষ্ট ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা
আছে কিনা, তা গুরুত্ব রাখে


পরিবেশের সঙ্গে কতটা
মানিয়ে নিতে পারবেন, তা-ও


ডিজিটাল সাক্ষরতা, নেতৃত্বগুণ
এগিয়ে রাখে চাকরিপ্রার্থীকে


কীভাবে রেজিউমে তৈরি করছেন,
গুরুত্বপূর্ণ তথ্য কীভাবে সাজাচ্ছেন


প্রথমেই তা নজর কাড়ে
সংশ্লিষ্ট সংস্থার


পেশাদারিত্ব ফুটে ওঠে
আচরণ, দৈহিক ভঙ্গিতে


খুঁটিনাটি তথ্যকে গুরুত্ব দিচ্ছেন কিনা,
সেদিকেও গুরুত্ব দেওয়া হয়


রেজিউমে ভর্তি করার চেয়েও
গুছিয়ে কথা বলতে পারা জরুরি


শেখার আগ্রহ কতটা
সেদিকে নজর থাকে নিয়োগকারীদের


চাকরির প্রস্তুতি নিলে এব্যাপারে
অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিন