এখনও বিষয় পিছু মাসে ২০০-৩০০ টাকা নিয়েই পড়ান খান স্যার।
প্রায় ৪ কোটি ছেলে-মেয়ে তাঁর কাছে পড়েন অনলাইন ও অফলাইন মিলিয়ে।
একসময় মাসে ৪০ টাকা বেতনে পড়াতেন অন্যের কোচিংয়ে আর আজ তিনিই কয়েক কোটির মালিক।
রিপোর্ট অনুসারে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৪১ কোটি টাকা।
তাঁর মাসিক আয় ইউটিউব ও ব্যাচ ক্লাস মিলিয়ে প্রায় ১৫-২০ লাখ টাকা।
অর্থাৎ খান স্যার একদিনেই ৭০ হাজার টাকা আয় করেন।
এক সময় বাস ধরার জন্য ৯০ টাকাও ছিল না তাঁর কাছে।
ফিরিয়ে দিয়েছেন ১০৭ কোটির অফার, গড়েছেন নিজের স্বপ্নের জিএস অ্যাকাডেমি। স্বল্পমূল্যে কোটি কোটি ছেলেমেয়েদের ইউপিএসসি সহ অন্যান্য সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পড়ার খান স্যার।