আজকাল মানুষজন আকাশপথে ভ্রমণ করতে বেশি পছন্দ করেন, তবে বিমান সফরের সময় জিনিসপত্র বহন করা নিয়ে বেশ বিভ্রান্তি থাকে।
Image Source: pexels
অনেক সময় লোকজন এমন জিনিস রেখে দেয় যা বিমানবন্দরের নিরাপত্তা নিয়মের পরিপন্থী।
Image Source: pexels
এর ফলস্বরূপ, হয় সেই জিনিসপত্র সেখানেই বাজেয়াপ্ত করা হয়, অথবা যাত্রী হয়রানির শিকার হন।
Image Source: pexels
এই পরিস্থিতিতে, আসুন জেনে নেওয়া যাক বিমান যাত্রায় ভুল করেও কী কী জিনিস নেওয়া উচিত নয়।
Image Source: pexels
উড়ানর নিয়ম অনুযায়ী, বিমানযাত্রায় কাঁচি, দড়ি, সেলো বা মেজার টেপ, ব্লেড, নেইল কাটার-এর মতো জিনিসপত্র লাগেজের মধ্যে নিয়ে যাওয়া যাবে না।
Image Source: pexels
এছাড়াও, সূঁচ, নেইল ফাইলর এবং নাইট স্টিকের মতো জিনিসপত্রও বিমানে নিয়ে যাওয়া নিষিদ্ধ।
Image Source: pexels
এই জিনিসগুলো কাউকে আঘাত করতে পারে, তাই নিরাপত্তার কারণে এগুলোকে অনুমতি দেওয়া হয় না।
Image Source: pexels
বিমানযাত্রায় শুকনো নারকেল বা কাঁচা নারকেলও ফ্লাইটের মালপত্রের সঙ্গে রাখা যায় না।
Image Source: pexels
এর সাথে দেশলাই, লাইটার, থিনার এবং পেইন্ট এর মতো জিনিসপত্রও বিমানে নিয়ে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ।
Image Source: pexels
বিমান সফরে খেলাধুলার সরঞ্জাম, যেমন বেসবল ব্যাট, হকি স্টিক অথবা বাড়িতে তৈরি মাংস বা সবজি এবং কোনো প্রকার নেশার সামগ্রী, বিড়ি, সিগারেট, তামাক—ভুলে যাওয়াও উচিত না।