তারা স্পষ্ট, নির্দিষ্ট কিছু লক্ষ্যমাত্রা স্থির করে সেই অনুসারে ছোট ছোট পদক্ষেপ করেন।

Published by: ABP Ananda
Image Source: Pixabay

তারা স্পষ্ট, নির্দিষ্ট কিছু লক্ষ্যমাত্রা স্থির করে সেই অনুসারে ছোট ছোট পদক্ষেপ করেন।



সফল ব্যক্তিদের অন্যতম অভ্যাস সময় নিয়ন্ত্রণ। ডিসট্র্যাকশন থেকে দূরে থাকেন তারা।



সারা জীবন তারা কিছু না কিছু শিখে চলেন।



তাদের মানসিকতা থাকে অত্যন্ত ইতিবাচক, তাই তারা যে কোনও বাধা পেরোতে পারেন।



সর্বোপরি সবসময় মোটিভেটেড থাকতে পারেন ইতিবাচক তার জন্য।



ধারণা, ভাবনা চিন্তা অন্যদের সঙ্গে ভাগ করে নেন তারা। সুযোগ অনুসন্ধানের চেষ্টা করেন।



শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপরে গুরুত্ব দেন তারা বেশিমাত্রায়।



তারা পদক্ষেপ করেন, পরিকল্পনা করেন এবং ব্যর্থতাকে শেখার ধাপ হিসেবে দেখেন।