সাদা শার্ট, কালো প্যান্ট পরলেই হবে জরিমানা ! 'আজব' নিয়ম জারি এখানে

Published by: ABP Ananda
Image Source: abplive ai

গুরুগ্রাম জেলা আদালতে এখন উকিল বা আইনজীবী ছাড়া অন্য কোনো ব্যক্তি সাদা শার্ট ও কালো প্যান্ট পরে আসতে পারবেন না।

Image Source: abplive ai

বার অ্যাসোসিয়েশন জালিয়াতি আটকাতে এই নিয়ম চালু করেছে।

Image Source: pexels

প্রস্তাবে দেখা গিয়েছে যে আইনজীবী বা অনুমোদিত শিক্ষানবিশরা জেলা আদালত চত্বরে সাদা শার্ট এবং কালো প্যান্ট পরতে পারেন।

Image Source: abplive ai

প্রস্তাবে বলা হয়েছে যে উকিল, আইনজীবী ছাড়া অন্য কেউ সাদা শার্ট বা কালো প্যান্ট পরলে কিছু ক্ষেত্রে আদালতের কার্যক্রমের মর্যাদা ও শৃঙ্খলাও ভঙ্গ হয়।

Image Source: pexels

পোশাকবিধি নিশ্চিত করতে বার অ্যাসোসিয়েশন আদালত প্রশাসন এবং নিরাপত্তা কর্মীদের সঙ্গে সমন্বয় করবে বলেই জানানো হয়েছে।

Image Source: abplive ai

এই বিধি ভঙ্গ করলে ৫,০০০ টাকার জরিমানাও হতে পারে।

Image Source: pexels

গুরুগ্রাম জেলা বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বলেছেন যে এই প্রস্তাবের উদ্দেশ্য হল আদালত চত্বরে আইনজীবীদের পোশাক পরে আসা লোকেদের বিভ্রান্ত করা থেকে বিরত করা।

Image Source: pexels

তিনি বলেন, এই ধরনের লোকেরা আইনজীবীদের মতো পোশাক পরেন এবং আইনি পরিষেবা ও দলিলের আশ্বাস দিয়ে বিচারপ্রার্থীদের বোকা বানান।

Image Source: abplive ai

আইনজীবীদের কর্মচারী ও সহকারীরা যদিও বার অ্যাসোসিয়েশনের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন।

Image Source: abplive ai