উচ্চারণের সমস্যায় কমবেশি
আমরা সকলেই ভুক্তভোগী


এই প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠার
কিছু উপায় কিন্তু রয়েছে


অন্যের উচ্চারণ প্রথমে
মন দিয়ে শুনুন


সেই অনুযায়ী নিজের
ভুলভ্রান্তিগুলি চিহ্নিত করুন


নেটিভ স্পিকারদের কথা
বলার ধরন, উচ্চারণ লক্ষ্য করুন


প্রয়োজনে নোটস নিন,
সেই অনুযায়ী অভ্যাস করুন


অভিধান সঙ্গে রাখা দরকার,
সেই সঙ্গে সুর বোঝা দরকার


ইন্টারনেটে সঠিক উচ্চারণ
শোনার উপায় রয়েছে


নিজেকে ঘষেমেজে নিতে
টাং টুইস্টার-সহ অভ্যাস করুন


কোনও শব্দ উচ্চারণের সময়
মুখ কীভাবে নড়ছে, তাও বোঝা জরুরি


নিজের কথা রেকর্ড করে রাখুন,
এতে ভুল বুঝতে সুবিধে হবে


বাড়িতে নিজে অভ্যাস করতে পারেন,
সাহায্য় নিতে পারেন পেশাদারেরও