অঙ্কে 'চিত্ত ভয়শূন্য', এমন সংখ্যা কম তাই বলে কি চাকরি ক্ষেত্রে পিছিয়ে থাকবে তারা, তা নয়

ক্রিয়েটিভ ফিল্ডকে কেরিয়ার অপশন হিসেবে বাছতে পারেন ফ্যাশন ডিজাইন থেকে লেখালিখিতে অঙ্ক লাগে না তেমন

অভিনয়-গান-নাচের মতো প্রফেশনও বেছে নিতে পারেন ভালবাসা থাকলে সেই কাজও সম্ভব

পাবলিক রিলেশন, মার্কেটিং, HR এর মতো প্রফেশন অঙ্ক না পারলেও কিন্তু পাওয়া যায়

সোশাল সার্ভিস একটি জনপ্রিয় অপশন অঙ্কে ভয় থাকলে এই চাকরি দেখতে পারেন

ভাষার প্রতি ভালবাসা থাকলে ল্যাঙ্গুয়েজ স্টাডিজ পড়াতে পারেন ট্রান্সলেশন, ভাষা ট্রেনিং নিয়ে বিদেশি দূতাবাসে চাকরির সুযোগ থাকে

ইতিহাস ভালবাসলে এই বিষয়টি নিয়েও অনেক দূর এগিয়ে যাওয়া যায়

Thanks for Reading. UP NEXT

উত্থান-পতনেই সাফল্যের মন্ত্র, বলছেন রতন টাটা

View next story