সফল হতে গেলে কিছু বিষয় জীবনে আনা দরকার। এমন কিছু চিন্তা যা জীবনের দিকই বদলে দেবে আপনার। ভারতের শিল্পপতি রতন টাটার এমনই কিছু কথা সাফল্য এনে দেবে। জীবনে অনেকের উত্থান-পতন আসে, ভেঙে পড়েন অনেকে। রতন টাটা বলছেন, ইসিজি গ্রাফে সরলরেখা মানে মৃত্যু। তাই জীবনে উত্থান-পতন আসবে সেটাই স্বাভাবিক। তোমার সাফল্যও যেমন তোমার একার, ব্যর্থতাও তাই। ব্যর্থতার দায় অন্যদের উপর চাপাতে নিষেধ করেন রতন টাটা। তাঁর মতে, ব্যর্থতা এলে তা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। রতন টাটার এই কথা সাফল্যের পথে আপনাকে এগিয়ে দেবে।