শাহরুখ খান অভিনীত 'স্বদেশ' ছবির কথা মনে আছে ?
ছবি- অনুকৃতি শর্মার ইনস্টাগ্রাম


আইপিএস অনুকৃতির জীবনও যেন ঐ ছবির মতই।



জয়পুরে বড় হওয়া অনুকৃতি আমেরিকার বিশ্ববিদ্যালয় থেকে ডাক পান।



নাসার অধীনে আগ্নেয়গিরি গবেষণা কেন্দ্রে পিএইচডি করতে শুরু করেন।



এই সময় তাঁর মাসিক আয় ছিল ২ লক্ষ টাকা।



কিন্তু মোটা অঙ্কের বেতন ছেড়ে দেশে ফেরেন অনুকৃতি।



২০১৮ সালে তৃতীয়বারের চেষ্টায় UPSC উত্তীর্ণ হন তিনি।



সফল আইপিএস অফিসার হয়ে শুরু করেন দেশসেবার কাজ।



২০২০ সালে উত্তরপ্রদেশের নূরজাহান নামে এক বৃদ্ধার ঘরে আলো আনেন তিনি।



দুস্থ বৃদ্ধার ঘরে পুলিশ তহবিল থেকে আলো-পাখার ব্যবস্থা করেন অনুকৃতি।



Thanks for Reading. UP NEXT

চিকিৎসক থেকে IAS, কোন পথে আমলা ডাঃ মুদ্রা গাইরোলা

View next story