গোল্ড মেডেলিস্ট চিকিৎসক হওয়ার পরে প্রথমে আইপিএস ও পরে আইএএস হন তিনি



উত্তরাখণ্ডের চামোলি জেলার কর্ণপ্রয়াগের বাসিন্দা মুদ্রার এই সাফল্য অনেকেরই কাছেই অনুপ্রেরণা



ছোটবেলা থেকেই ক্লাসে প্রথম স্থান অধিকার করা মুদ্রা মাধ্যমিকে ৯৬ শতাংশ ও উচ্চমাধ্যমিকে ৯৭ শতাংশ নম্বর পেয়েছেন



দেশের প্রথম মহিলা আইপিএস আধিকারিক কিরণ বেদির হাত থেকে পুরস্কারও পেয়েছেন স্কুলজীবনে



মুম্বইয়ের একটি মেডিক্যাল কলেজ থেকে সোনার মেডেল জিতে দাঁতের চিকিৎসক হন মুদ্রা



যদিও তাঁর বাবা সবসময় মুদ্রাকে একজন আইএএস আধিকারিক হিসেবে দেখতে চাইতেন



তিন বার ব্যর্থ হওয়ার পর ২০২১ সালে পরীক্ষায় বসে আইপিএস হন উত্তরাখণ্ডের ওই যুবতী



আর ২০২২ সালে প্রথম বার পরীক্ষায় বসেই আইএএস হন ডাঃ মুদ্রা গাইরোলা



আজ অনেক মেয়ের অনুপ্রেরণায় পরিণত হয়েছেন মুদ্রা



বাবার স্বপ্ন পূরণ করতে পেরে গর্বিত মুদ্রা