দ্বিতীয় স্টেট লেভেল সিলেকশন টেস্ট ২০২৫-এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে।



প্রকাশিত হয়েছে মাধ্যমিক স্তরে নবম-দশমের জন্য সহকারী শিক্ষক (Classes IX-X/
Secondary)
ও উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ - দ্বাদশের জন্য সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি (Classes XI-XII/ Higher Secondary)


রাজ্য সরকার সাহায্যপ্রাপ্ত ও সরকার স্পনসরড মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে সহকারী শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে।



একাধিক নিয়মকানুন ও নির্দেশিকা সহ প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। দেখে নেওয়া যাক কবে থেকে ও কীভাবে আবেদন করা যাবে।



অনলাইনে আবেদন নেওয়া শুরু হবে সোমবার ১৬ জুন ২০২৫ বিকেল ৫টা থেকে।



আবেদন জমা দেওয়ার শেষদিন ১৪ জুলাই ২০২৫ সোমবার, বিকেল ৫টা।



আবেদনের জন্য প্রদত্ত ফি জমা দেওয়ার শেষদিন ১৪ জুলাই ২০২৫, দুপুর ১২টা।



লিখিত পরীক্ষা হবে সম্ভাব্য সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। ফল বেরোবে অক্টোবরের চতুর্থ সপ্তাহে।



ইন্টারভিউয়ের সম্ভাব্য তারিখ - নভেম্বরের প্রথম থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে ।



নিয়োগের প্যানেল প্রকাশিত হবে ২৪ নভেম্বর। কাউন্সেলিং ও রেকমন্ডেশনের সম্ভাব্য দিন ২৯ নভেম্বর।



পরীক্ষা দেওয়ার জন্য যাঁরা আবেদন করবেন তাঁদের ফি দিতে হবে অনলাইনেই।



মাধ্যমিক স্তরে আবেদন করলে সাধারণ ও OBC শ্রেণিভুক্তদের দিতে হবে ৫০০ টাকা ফি। SC/ST/PH পরীক্ষার্থীদের জন্য ফি ২০০টাকা করে।



উচ্চ মাধ্যমিক স্তরে আবেদন করলে সাধারণ ও OBC শ্রেণিভুক্তদের দিতে হবে ৫০০ টাকা ফি। SC/ST/PH পরীক্ষার্থীদের জন্য ফি এক্ষেত্রেও ২০০টাকা করে।