দেশের অন্য়তম সেরা বৈজ্ঞানিক। দেশের মিসাইল সম্ভার তাঁর হাতেই তৈরি। রাষ্ট্রপতি পদেও বসেছিলেন তিনি



এপিজে আবদুল কালামের অনুরাগী সারা বিশ্বে ছড়িয়ে। তাঁর বার্তা এখনও মানসিক শক্তি জোগায় বহু লোককে।



নানা লেখায়, বক্তব্যে বারবার অনুপ্রেরণা জুগিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি। রইল তারই কয়েকটা।



'যদি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তাহলে প্রথমে নিজেকে সূর্যের মতো পোড়াও'



'আমাদের সবার সমান প্রতিভা নেই। কিন্তু আমাদের সবার নিজের প্রতিভা তৈরির সমান সুযোগ রয়েছে'



'কখনও ব্যর্থ হলে, হাল ছেড়ো না। কারণ FAIL মানে First Attempt in Learning'



'আমাকে কখনও ব্যর্থতা গ্রাস করতে পারবে না, যদি আমি সাফল্যের জন্য দৃঢ়প্রতিজ্ঞ থাকি।'



'শ্রেষ্ঠ কোনও কিছু হঠাৎ হয় না। তার জন্য দীর্ঘ প্রক্রিয়া প্রয়োজন হয়।'



'লক্ষ্যপূরণ করতে হলে, নিজের লক্ষ্যের প্রতি একনিষ্ঠ মনোভাব ও একাগ্রতা রাখতে হবে।'



'দেশের সবচেয়ে ক্ষুরধার মস্তিষ্ক হয়তো ক্লাসের শেষ বেঞ্চে খুঁজে পাওয়া যাবে।'



Thanks for Reading. UP NEXT

চিকিৎসক থেকে IAS, কোন পথে আমলা ডাঃ মুদ্রা গাইরোলা

View next story