২ মে সকাল নটায় ঘোষণা হবে মাধ্যমিকের ফল।
সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ওয়েবসাইটে ফল দেখা যাবে।


wb10.abplive.com-এ ক্লিক করে দেখা যাবে মাধ্যমিকের ফল। রোল নম্বরের সাহায্যে।



অন্যদিকে ৮ মে দুপুর ১টা ফল ঘোষণা হবে উচ্চ মাধ্যমিকের।
বিকেল ৩টে থেকে ওয়েবসাইটে ফল দেখা যাবে।


wb12.abplive.com-এ ক্লিক করে দেখা যাবে উচ্চ মাধ্যমিকের ফল। রোল নম্বরের সাহায্যে।



মাধ্যমিকের মার্কশিট কীভাবে এবং কবে থেকে পাবেন পরীক্ষার্থীরা ?



২ মে সকাল ১০ টা থেকে বোর্ড নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে
মার্কশিট সংগ্রহ করে নিতে পারবে স্কুলগুলি


উচ্চ মাধ্যমিকের মার্কশিট কখন থেকে সংগ্রহ করা যাবে ?



রাজ্যের ৪টি আঞ্চলিক দফতর সহ ৫৫টি ডিস্ট্রিবিউশন কেন্দ্র থেকে সংগ্রহ করা যাবে।



১০ মে সকাল ১০টা থেকে সংগ্রহ করা যাবে মার্কশিট।