অনেক পুরুষেরই কন্ঠস্বর হয় পাতলা, ক্ষীণ ! কারণ জানেন ?

Published by: ABP Ananda
Image Source: Pexels

ছেলেদের কণ্ঠস্বর সাধারণত মেয়েদের কণ্ঠস্বরের চেয়ে ভারী ও গম্ভীর হয়।

Image Source: Pexels

তাদের কণ্ঠনালীর স্বর এবং আকারের কারণে এটি প্রধানত ঘটে।

Image Source: Pexels

এখানে হরমোনের ভারসাম্যহীনতাও এতে ভূমিকা রাখতে পারে।

Image Source: Pexels

পুরুষদের ভোকাল কর্ডগুলি যৌবনে লম্বা এবং মোটা হয়ে যায়।

Image Source: Pexels

কিন্তু দেখা যায় যে কিছু ছেলের গলার আওয়াজ তবু সরু হয়।

Image Source: Pexels

আসুন জেনে নিই কিছু পুরুষের গলার আওয়াজ কেন সরু হয়।

Image Source: Pexels

যে ছেলেদের স্বরযন্ত্র সরু এবং কম লম্বা থাকে, তাদের গলার আওয়াজ সরু থাকে।

Image Source: Pexels

এর কারণ কৈশোরে স্বরযন্ত্র এবং ভোকাল কর্ডের সম্পূর্ণ বিকাশ না হওয়া।

Image Source: Pexels

এতে কণ্ঠস্বরে যথেষ্ট গভীরতা আসে না। গাম্ভীর্য প্রকাশ পায় না।

Image Source: Pexels

এই পরিস্থিতিকে পিউবারফোনিয়া বলে, যেখানে স্বরযন্ত্রে পরিবর্তন হওয়ার পরেও আওয়াজ ভারী হয় না।

Image Source: Pexels