জীবনে ব্যর্থতার মুহূর্তে ঘুরে দাঁড়াতে চান ? সুন্দর পিচাইয়ের কিছু কথা জীবন বদলে দেবে। 'ব্যর্থতাকে সম্মানের প্রতীক হিসেবে ভেবে নিতে হবে।' 'মানুষ আনন্দে থাকে শুধু তাঁর জীবনে সব ঠিক চলছে তার জন্য নয়।' 'মানুষ আনন্দে থাকে সে সব কিছুকে ঠিক দেখে তার জন্য।' 'আশেপাশের মানুষ তোমাকে অনিরাপদ মনে করালে তা ভাল।' 'এতে নিজেকে আরও সেরা করে তোলার চেষ্টা করে মানুষ।' 'জীবনে সব কিছুতে প্রতিক্রিয়া নয়, সাড়া দাও শুধু', শেখান সুন্দর পিচাই। নিজের স্বপ্ন, নিজের আবেগকে গুরুত্ব দেওয়া খুবই প্রয়োজন, বলেন সুন্দর পিচাই। তিনি উপদেশ দেন, এমন কিছু করা উচিত যা তোমাকে উৎসাহিত করবে।