নেপালে নিষিদ্ধ সোশ্যাল মিডিয়া, আর কোন কোন দেশে রয়েছে এই নিষেধাজ্ঞা ?

Published by: ABP Ananda
Image Source: Getty

সম্প্রতি নেপালে সমাজমাধ্যম অ্যাপগুলির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আর এই ঘটনায় উত্তাল হয়ে উঠেছে আমজনতা। এই প্রেক্ষিতে জেনে নেওয়া যাক বিশ্বের আর কোন দেশে নিষিদ্ধ রয়েছে সমাজমাধ্যম।

Image Source: Getty

কিছুদিন আগেই অস্ট্রেলিয়ায় একটি আইন পাশ করে ১৬ বছরের কম বয়সীদের জন্য সমাজমাধ্যম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

Image Source: Getty

চিনে কঠোরভাবে নিষিদ্ধ ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব।

এই দেশে রয়েছে চিনের নিজস্ব সমাজমাধ্যম অ্যাপ।

Image Source: Getty

উত্তর কোরিয়াতেও সমাজমাধ্যম এবং ইন্টারনেট পরিষেবা নিষিদ্ধ করে রাখা হয়েছে।

কেবলমাত্র কিছু গোষ্ঠীকে সরকারি অনুমোদনে এই পরিষেবা ব্যবহার করতে দেওয়া হয়।

Image Source: Getty

সৌদি আরবেও সমাজমাধ্যমের উপর কড়া নজরদারি চলে।

সরকারের সমালোচনা, নিন্দা, রাজপরিবার বা ধর্ম নিয়ে কটূ কথা বললে মেলে শাস্তি। ব্যক্তিকে গ্রেফতার করে কারাদণ্ডও দেওয়া হতে পারে।

Image Source: Getty

২০২২ সালে ইউক্রেনের সঙ্গে যুদ্ধের পর থেকে রাশিয়াতে সমাজমাধ্যমের উপর কঠোর নজরদারি রয়েছে, কিছু কড়া বিধিনিষেধও আরোপ করা হয়েছে।

Image Source: Getty

ইরানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউবের মত সমাজমাধ্যম অ্যাপগুলি নিষিদ্ধ।

নৈতিক ও নিরাপত্তাজনিত বিষয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের তরফে।

Image Source: Getty

আফগানিস্তানেও সমাজমাধ্যমের উপর খানিক নিষেধাজ্ঞা রয়েছে। সেখানে যে কোনও জীবন্ত জিনিসের ছবি তোলা ও তা সমাজমাধ্যমে পোস্ট করা দণ্ডনীয় অপরাধ।

Image Source: Getty

তুর্কি প্রদেশেও সৌদি আরবের মত সমাজমাধ্যমের উপর সেন্সরশিপ চরমে। সরকারের বা ইসলামের সমালোচনা দণ্ডনীয় অপরাধ এখানে।

Image Source: Getty