বিশ্বের অন্যতম দর্শনীয় স্থান। প্যারিসের আইফেল টাওয়ার। প্রতিবছর এই ঐতিহাসিক সৌধ দেখার লোভে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ফ্রান্সের প্যারিসে ছুটে আসেন পর্যটকরা। আজ , ৩১ মার্চ আইফেল টাওয়ার দিবস। ১৮৯৯ সালে সম্পূর্ণ হয় আইফেল টাওয়ার। গুস্তাভ আইফেল নামের এক ইঞ্জিনিয়ারের নেতৃত্বে তৈরি হয় এটি। ২ বছর ২ মাস ৫ দিনে তৈরি হয়েছিল লোহার তৈরি এই বিশাল কাঠামো। মরচে রুখতে লোহার তৈরি সৌধে রং করা হয়। প্রতি সাত বছর অন্তর রং করা আইফেল টাওয়ারে। গুস্তাভ আইফেল নিজে রং করার নিয়ম ও সময় বলে দিয়েছিলেন। এখনও সেই নিয়ম মেনেই চলে কাজ। আইফেল টাওয়ারের ওজন দশ হাজার টনেরও বেশি। গোটা সৌধ রং করতে লাগে অন্তত ৬০ টন ওজনের রং। ফ্রান্সের পরিচয়ের সঙ্গে জড়িয়ে এই সৌধ। বাস্তিল দিবস ও অন্য গুরুত্বপূর্ণ দিনে এখানে হয় অনুষ্ঠান।