বদলে যাচ্ছে পোস্ট অফিসের নানা স্কিম। ১ এপ্রিল থেকে প্রযোজ্য হবে এই নিয়ম।
এবার থেকে নতুন নিয়ম মেনে গ্রাহকদের 'টাইম ডিপোজিট অ্যাকাউন্ট' করতে হবে।
পাশাপাশি সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিম ও মান্থলি ইনকাম স্কিমে বিনিয়োগ করতে আপনাকে একটি সেভিংস অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে।
১ এপ্রিল থেকে মান্থলি ইনভেস্টেমেন্ট স্কিম (MIS),সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিম (SCSS), টাইম ডিপোজিট অ্যাকাউন্ট(TD)-এর টাকা আর নগদে নিতে পারবেন না আমানতকারীরা।