বদলে যাচ্ছে পোস্ট অফিসের নানা স্কিম। ১ এপ্রিল থেকে প্রযোজ্য হবে এই নিয়ম।

এবার থেকে নতুন নিয়ম মেনে গ্রাহকদের 'টাইম ডিপোজিট অ্যাকাউন্ট' করতে হবে।

পাশাপাশি সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিম ও মান্থলি ইনকাম স্কিমে বিনিয়োগ করতে আপনাকে একটি সেভিংস অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে।

তিনটি বিনামূল্যের লেনদেনের ক্ষেত্রে মিনি স্টেটমেন্ট, নগদ উত্তোলন ও নগদ জমার সুবিধা রয়েছে।

তবে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে বিনামূল্যের সীমা শেষ হয়ে যাওয়ার পরে, প্রতিটি লেনদেনে চার্জ দিতে হবে।

এবার থেকে সুদের টাকা নগদে হাতে পাবেন না বিনিয়োগকারীরা। কিছু স্কিমের ক্ষেত্রে এই নিয়ম জারি করেছে ইন্ডিয়া পোস্ট (India Post)।

১ এপ্রিল থেকে মান্থলি ইনভেস্টেমেন্ট স্কিম (MIS),সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিম (SCSS), টাইম ডিপোজিট অ্যাকাউন্ট(TD)-এর টাকা আর নগদে নিতে পারবেন না আমানতকারীরা।

নতুন নিয়ম অনুসারে পোস্ট অফিসের সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্টে এক মাসে 25,000 টাকা তোলার জন্য কোনও চার্জ লাগবে না।

এরপরে, গ্রাহক যদি টাকা তোলে তাহলে তাকে সর্বনিম্ন 25 টাকা বা মোট তোলার পরিমাণের ওপর 0.5 শতাংশ চার্জ দিতে হবে।