টস জিতে কেকেআরকে ব্যাট করতে পাঠিয়েছিলেন আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি বল করতে এসেই বেঙ্কটেশ আইয়ারকে ফিরিয়ে দেন বাংলার পেসার আকাশ দীপ আকাশ দীপ তুলে নিলেন ৩ উইকেট। ৪৫ রান দিয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা ৪ ওভারে ২০ রান দিয়ে ৪ উইকেট নেন শ্রেয়স আইয়ার মাত্র ১৩ রান করে ফেরেন। কেকেআরের টপ ও মিডল অর্ডারের কেউই রান পাননি আন্দ্রে রাসেল পাল্টা লড়াই করেন। ১৮ বলে ২৫ করেন তিনি। কেকেআর তোলে ১২৮ বল হাতে শুরুতেই ধাক্কা দেন উমেশ যাদব। বিরাট কোহলি-সহ ২ উইকেট তুলে নেন টিম সাউদিও ছিলেন ছন্দে। ৪ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নেন ২০ বলে ২৭ রান করে আরসিবিকে জয়ের রাস্তায় এগিয়ে দেন বাংলার শাহবাজ আমেদ আন্দ্রে রাসেলকে ছক্কা ও চার মেরে চার বল বাকি থাকতে আরসিবিকে ম্যাচ জেতান দীনেশ কার্তিক।