কমলেশ্বর মুখোপাধ্যায়ের নতুন ছবির গল্প বনফুলের 'পাশাপাশি' গল্প অবলম্বনে। আজ প্রকাশ্যে এসেছে এই ছবির অভিনেতা অভিনেত্রীদের নাম ও তাঁদের লুক। কমলেশ্বরের ছবির গল্পের নাম 'একটু সরে বসুন' নতুন এই ছবিতে অভিনয় করছেন, ঋত্বিক চক্রবর্তী, পায়েল সরকার। এক সাহিত্য নির্ভর কমেডি ছবির গল্প বলার জন্য তৈরি হচ্ছেন কমলেশ্বর। ছবিতে রয়েছেন পাওলি দাম, ইশা সাহা, পরাণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে ছোটগল্পের জাদুকর বনফুলের গল্পকে আধুনিক সময়ের প্রেক্ষাপটে সাজানো হয়েছে এই ছবিতে গুড্ডু ও পিউ ছাড়াও এই ছবিতে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ চরিত্র। ফটকেদা, নতুন ভাই, রোকেয়া, মহিমা, জোগেন ও অন্যান্যরা। মজার মোড়কে এক বাস্তবের গল্পকেই সমসাময়িকভাবে পর্দায় তুলে ধরছেন কমলেশ্বর। এখনও পর্যন্ত ছবি মুক্তির তারিখ নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে বিগ ক্যাট ফিল্মস ও অনিন্দ্য দাশগুপ্ত হাসি আর প্রেমের মোড়কেই এগিয়ে যাবে এই ছবির গল্প