পিছু ছাড়ছে না বিতর্ক। এবার ব্রেন চিপের পরীক্ষা ঘিরে আবার শিরোনামে এলন মাস্ক।

শীঘ্রই মানুষের ওপর ব্রেন চিপের পরীক্ষা শুরু করতে চলেছেন ট্যুইটারের সর্বময় কর্তা।

বিতর্কের শুরু কোম্পানির প্রতিষ্ঠা পর্ব থেকে। ২০১৬ সালে নিউরালিঙ্ক তৈরি করেছিলেন এলন

মূলত, মানুষের মস্তিষ্কে চিপ প্রয়োগ করাই ছিল এই কোম্পানির কাজ।

এই ব্রেন চিপের মাধ্যমে আগামী দিনে উপকৃত হবে সমাজ। দৃষ্টিহীনরাও দেখতে পারবেন।

পাশাপাশি বিশেষভাবে সক্ষমরাও এই ব্রেন চিপের মাধ্যমে উপকৃত হবেন।

এতদিন প্রাণীদের ওপর এই চিপ প্রয়োগ করা হয়েছে।

এবার মানুষের মস্তিষ্কে এই চিপ প্রয়োগ নিয়েই উঠেছে প্রশ্ন।

আগামী ৬ মাসের মধ্যে ব্রেন চিপের 'হিউম্যান ট্রায়াল' শুরু হবে।

গত ফেব্রুয়ারির খবর বলছে , এই চিপের ট্রায়াল চলাকালীন ১৫টি বাঁদরের মৃত্যু হয়।