শহর , শহরতলির বাসিন্দাদের ছেড়ে এবার গ্রামবাসীদের নিশানা করছে প্রতারকরা।

বেছে বেছে গ্রামের মানুষ, আদিবাসী ও সাক্ষরজ্ঞানহীন লোকদের অ্য়াকাউন্টে হানা দিচ্ছে জালিয়াতরা।

অনেক ক্ষেত্রেই অ্যাকাউন্টহোল্ডারদের বিভিন্ন প্রকল্পের নামে আর্থিক সুবিধার লোভ দেখিয়ে করা হচ্ছে এই কাজ।

তাই অপরিচিত কারও কাছে ব্যক্তিগত বিবরণ জানাবেন না। একবার এই ভুল করলেই সাইবার-অপরাধীদের হানার শিকার হবেন আপনি।

১ গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য কোনও তৃতীয় ব্যক্তির মোবাইল নম্বর ব্যবহার করা উচিত নয়।

২ কাউকে লেনদেনের সত্যতা না জেনে কোনও টাকা গ্রহণ বা হস্তান্তর করবেন না।

৩ প্রতারকদের থেকে বাঁচতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ শেয়ার করবেন না।মোবাইল নম্বর, ব্যাঙ্কিং ডিটেলস অজানা ব্যক্তিদের সঙ্গে লেনদেন করার জন্য শেয়ার করবেন না।

৩ প্রতারকদের থেকে বাঁচতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ শেয়ার করবেন না।

পরামর্শ বার্তায় বলা হয়েছে, IPPB অ্যাকাউন্টের বিবরণ এমন কারও সঙ্গে শেয়ার করবেন না, যারা চাকরির অফার দিচ্ছেন বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সহজে অর্থ উপার্জনের সুযোগ দিচ্ছেন।

গ্রাহকদের অর্থ পাঠানোর আগে কোম্পানি ও ব্যক্তির নাম অবশ্যই যাচাই করা উচিত।