ফের ট্যুইটারের ব্লু টিক সাবস্ক্রিপশনের লঞ্চ পিছিয়ে দিতে পারেন ইলন মাস্ক। এর আগে ২৯ নভেম্বর ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন লঞ্চ হওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে যায়। এরপর ২ ডিসেম্বর লঞ্চ হওয়ার কথা ছিল ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন। কিন্তু শোনা যাচ্ছে এবারও পিছিয়ে যেতে পারে ট্যুইটারের এই ফিচারের লঞ্চ। উল্লেখ্য, যদি এবারও এই ফিচারের লঞ্চ পিছিয়ে যায়, তাহলে এই নিয়ে দ্বিতীয়বার ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশনের লঞ্চ পিছিয়ে যাবে। অক্টোবর মাসের শেষের দিকে ট্যুইটারের দায়িত্ব নিয়েছেন ইলন মাস্ক। তারপর থেকেই একাধিক পরিবর্তন এসেছে এই মাইক্রোব্লগিং মাধ্যমে। ইলন মাস্ক ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পরে একবার ব্লু টিক সাবস্ক্রিপশন চালু হয়েছিল। নির্দিষ্ট কয়েকটি দেশে আইওএস ভার্সানে এই ফিচার চালু হয়েও তা বন্ধ হয়ে যায়। মাসিক ৮ ডলারের বিনিময়ে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশনের সুবিধা পাবেন ইউজাররা। ভারতে এখনও এই ফিচার চালু হয়নি। কত খরচ হতে পারে তাও জানা যায়নি।