ইউজারদের সুবিধার জন্য নতুন ফিচার চালু হয়েছে জনপ্রিয় মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ট্যুইটারে। হোয়াটসঅ্যাপে কাউকে ছবি, ভিডিও বা জিফ ফাইল পাঠাতে চাইলে তার সঙ্গে আপনি ক্যাপশনও যোগ করতে পারবেন। এতদিন ছবি, ভিডিও বা জিফ ফাইল পাঠানোর সময় ক্যাপশন যোগ করার কোনও সুবিধা ছিল না। এতদিন আগে ছবি, ভিডিও পাঠিয়ে তারপর আলাদা করে ক্যাপশন লিখতে হত। অথবা ছবি কপি করে এনে চ্যাটবক্সে বসিয়ে তার সঙ্গে ক্যাপশন যোগ করতে হত। তবে এবার ছবি, ভিডিও এবং জিফ ফাইল পাঠানোর সময়েই সরাসরি ক্যাপশন যুক্ত করে তা পাঠানোর সুবিধা চালু হয়েছে হোয়াটসঅ্যাপে। আপাতত হোয়াটসঅ্যাপের আইওএস অ্যাপেই এখন এই ফিচার কাজ করছে। অ্যান্ড্রয়েড কিংবা উইন্ডোজ বা ম্যাক অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ ফিচার চালু হয়নি। একবার কাউকে ক্যাপশন সমেত ছবি বা ভিডিও পাঠিয়ে ফেললে তা আর পরিবর্তন করা যাবে না। ক্যাপশনের যাবতীয় পরিবর্তন পাঠানোর আগেই করে নিতে হবে ইউজারকে।