Image Source: Pexels

ইউজারদের সুবিধার জন্য নতুন ফিচার চালু হয়েছে জনপ্রিয় মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ট্যুইটারে।

Image Source: Pexels

হোয়াটসঅ্যাপে কাউকে ছবি, ভিডিও বা জিফ ফাইল পাঠাতে চাইলে তার সঙ্গে আপনি ক্যাপশনও যোগ করতে পারবেন।

Image Source: নিজস্ব চিত্র

এতদিন ছবি, ভিডিও বা জিফ ফাইল পাঠানোর সময় ক্যাপশন যোগ করার কোনও সুবিধা ছিল না।

Image Source: Pexels

এতদিন আগে ছবি, ভিডিও পাঠিয়ে তারপর আলাদা করে ক্যাপশন লিখতে হত।

Image Source: Pexels

অথবা ছবি কপি করে এনে চ্যাটবক্সে বসিয়ে তার সঙ্গে ক্যাপশন যোগ করতে হত।

Image Source: Pexels

তবে এবার ছবি, ভিডিও এবং জিফ ফাইল পাঠানোর সময়েই সরাসরি ক্যাপশন যুক্ত করে তা পাঠানোর সুবিধা চালু হয়েছে হোয়াটসঅ্যাপে।

Image Source: Pexels

আপাতত হোয়াটসঅ্যাপের আইওএস অ্যাপেই এখন এই ফিচার কাজ করছে।

Image Source: Pexels

অ্যান্ড্রয়েড কিংবা উইন্ডোজ বা ম্যাক অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ ফিচার চালু হয়নি।

Image Source: Pexels

একবার কাউকে ক্যাপশন সমেত ছবি বা ভিডিও পাঠিয়ে ফেললে তা আর পরিবর্তন করা যাবে না।

Image Source: নিজস্ব চিত্র

ক্যাপশনের যাবতীয় পরিবর্তন পাঠানোর আগেই করে নিতে হবে ইউজারকে।