স্বরা ভাস্কর - একাধিক কাজ ছেড়ে দিয়েছেন 'কাস্টিং কাউচ'-এর জন্য। একবার এক পরিচালক তাঁর পিছুও নিয়েছিলেন বলেও জানান অভিনেত্রী।



রিচা চাড্ডা - স্পষ্টভাষী অভিনেত্রী। তিনি স্বীকার করেন 'কাস্টিং কাউচ'-এ সাড়া দিলে কর্মজীবন মসৃণ হত কিন্তু শিল্পের পবিত্রতা তাঁর কাছে শেষ কথা।



অদিতি রাও হায়দারি - কর্মজীবনের শুরুতে 'কাস্টিং কাউচ'-এর শিকার হতে হয়। প্রস্তাবে সাড়া না দেওয়ায় কাজও হাত ছাড়া হয় তাঁর, জানান অভিনেত্রী।



প্রিয়াংশু চট্টোপাধ্যায় - তিনি বলেন, 'সিনেমার বদলে এক ভদ্রলোকের সঙ্গে যৌনমিলন করার প্রস্তাব পাই। তাঁকে বিশ্বাস করিনি ও সত্যিই ছবিটি কোনওদিন তৈরি হয়নি।'



রাধিকা আপ্তে - 'কাস্টিং কাউচ' প্রথার শিকার এই প্রতিভাবান অভিনেত্রীও। বলিউডের এক অভিনেতা তাঁকে এই প্রস্তাব দিয়েছিলেন বলে জানান রাধিকা।



মমতা কুলকর্নি - জনপ্রিয় অভিনেত্রী মমতা কুলকর্নি 'চায়না গেট' ছবির শ্যুটিংয়ের সময় রাজকুমার সন্তোষীর বিরুদ্ধে 'কাস্টিং কাউচ'-এর অভিযোগ আনেন।



রণবীর সিংহ - একই ধরনের অভিজ্ঞতা হয়েছে 'রামলীলা' অভিনেতারও। তবে নিজের কাজে আস্থা রেখেই তিনি আজ তারকা।



কঙ্গনা রানাউত - বলিউডের 'ক্যুইন' সর্বসমক্ষে জানিয়েছিলেন যে তিনিও 'কাস্টিং কাউচ'-এর শিকার। যে প্রস্তাব তিনি ফিরিয়ে দেন।



কল্কি কেঁকলা - অন্যতম অভিনেত্রী যিনি 'কাস্টিং কাউচ' নিয়ে সরব হয়েছেন বারবার। তাঁকেও শিকার হতে হয়েছে এই প্রথার, যে প্রস্তাব একবাক্যে নাকচ করেছেন তিনি।



আয়ুষ্মান খুরানা - অভিনেতা হওয়ার আগে ছোটপর্দার সঞ্চালক ছিলেন। বলিউডে যখন স্থান তৈরির লড়াই তখন একাধিক পরিচালকের থেকে এই প্রস্তাব পেয়েছেন তিনিও।