'12th Pass' ঘরে ঘরে পরিচিতি দিয়েছে তাঁকে কিন্তু সিলভার স্ক্রিনে তাঁর আগমন সহজ ছিল না মোটেই অত্যন্ত কম বয়স থেকে অভিনয় করছেন বিক্রান্ত ম্যাসি টিভি সিরিয়ালের অত্যন্ত জনপ্রিয় মুখ ছিলেন মাত্র ২৪ বছর বয়সেই মাসে ৩৫ লক্ষ টাকা আয় ছিল কিন্তু একঘেয়ে সিরিয়ালের চরিত্র আর টানছিল না ইরফান খানকে আদর্শ মেনে তাই ঝুঁকি নেন জীবনে একটা সময় অডিশন দিতে যাওয়ার টাকাও ছিল না তৎকালীন প্রেমিকা, অধুনা স্ত্রীর থেকে পকেট মানি পেতেন কোন ব্যাঙ্কে তাঁর কত টাকা আছে, তাও নাকি জানতেন না