শুরু হল স্বপ্নসফর.. সমুদ্রসৈকতে সাত পাকে বাঁধা পড়লেন রকুলপ্রীত সিংহ ও জ্যাকি ভাগনানি। বলিউডের ট্রেন্ড মেনেই ন্যুড রঙ, আর তার ওপরে ভরাট কাজের লেহঙ্গা বাছলেন রকুলপ্রীত। অফ হোয়াইট পাঞ্জাবি আর পাগড়িতে সাজলেন জ্যাকি, সঙ্গে রোদচশমা আনকাট হিরের গলা ভরা নেকলেস ও টিকলি পরেছিলেন রকুলপ্রীত। বেশ কয়েক বছর ধরেই প্রেম করছিলেন তাঁরা। সেই প্রেম পরিণতি পেল সাত পাকে, আজ। ২২ তারিখ মুম্বইতে রকুলপ্রীত ও জ্যাকির রিসেপশন রয়েছে, হাজির থাকবে গোটা বলিউড। গোয়ার সমুদ্রসৈকতে, গোধূলিবেলায় বিয়ে সারেন রকুল-জ্যাকি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁদের গোলাপি সফরের ছবি।