ভালবাসার দিনে আইনি বিবাহ সেরেছেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। সম্পর্ক পরিণতি পেল প্রেমে।



কয়েক বছরের গুঞ্জন.. অবশেষে সম্পর্ক পরিণতি পেল। ভালবাসার দিনে রেজিস্ট্রি ম্যারেজ সারলেন কাঞ্চন-শ্রীময়ী।



কাঞ্চনের সঙ্গে তাঁর প্রাক্তন স্ত্রী পিঙ্কির বিচ্ছেদের মামলা চলছিল দীর্ঘদিন ধরে। গতমাসে সেই বিচ্ছেদে আইনি সীলমোহর পড়ে।



শ্রীময়ী যখন প্রথম অভিনয় জগতে এসেছিলেন, তখন তাঁকে শিক্ষকের মতোই ক্যামেরার সামনে দাঁড়াতে শিখিয়েছিলেন কাঞ্চন।



কাঞ্চন ও শ্রীময়ীর যোগাযোগ দীর্ঘদিনের। যদিও কখনও নিজেদের সম্পর্ক নিয়ে কখনও খোলাখুলি কথা বলেননি কাঞ্চন বা শ্রীময়ী কেউই।



কাঞ্চনের প্রাক্তন স্ত্রী পিঙ্কি বারে বারে কাঞ্চনের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন পরকীয়ার। তবে তা উড়িয়ে দিয়েছিলেন শ্রীময়ী।



পিঙ্কি-শ্রীময়ীর সমস্যা গড়িয়েছিল থানাপুলিশ পর্যন্ত। তবে সে সব এখন অতীত।



সম্পর্কের কথা স্বীকার না করলেও ফিল্মি পার্টি থেকে শুরু করে শ্যুটিং, সব জায়গাতেই একসঙ্গে দেখা যেত কাঞ্চন-শ্রীময়ীকে



১৪ ফেব্রুয়ারি, কেবলমাত্র পরিবারের মানুষজনকে নিয়ে আইনি বিয়ে সারেন কাঞ্চন-শ্রীময়ী।



সোশ্যাল মিডিয়ায় শ্রীময়ী কাঞ্চনকে ডাকেন 'মিস্টার মল্লিক' বলেই।