প্রত্যেক মাসের মতোই মার্চেও একগুচ্ছ সিনেমা ও সিরিজ মুক্তি পেতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে। রইল অন্যতম বহু প্রতীক্ষিত ৯টি। 'মহারানি ৩' - হুমা কুরেশি অভিনীত এই সিরিজ মুক্তি পাবে ৭ মার্চ। সোনি লিভে এই সিরিজের আগের দুই সিজন বেশ জনপ্রিয় হয়েছিল। 'শোটাইম' - এমরান হাশমি, মৌনি রায় প্রমুখ অভিনীত এই সিরিজ মুক্তি পাবে ৮ মার্চ, ডিজনি প্লাস হটস্টারে। 'মেরি ক্রিসমাস' - প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল আগেই, এবার ওটিটিতে হাজির হচ্ছে ক্যাটরিনা ও বিজয় সেতুপতি অভিনীত এই ছবি। ৮ মার্চ নেটফ্লিক্সে মুক্তি। 'বিজিডিসি' - পূজা ভট্ট ফিরছেন টিন ড্রামায়। রাইমা সেনও রয়েছেন। অ্যামাজন প্রাইম ভিডিওয় এই সিরিজ মুক্তি পাবে ১৪ মার্চ। 'মার্ডার মুবারক' - পঙ্কজ ত্রিপাঠী, সারা আলি খান, করিশ্মা কপূর, ডিম্পল কপাডিয়া প্রমুখ অভিনীত ছবি মুক্তি পাবে ১৫ মার্চ, নেটফ্লিক্সে। 'ফাইটার' - প্রেক্ষাগৃহের পর ওটিটি প্ল্যাটফর্মে আসছে হৃত্বিক-দীপিকা জুটির ছবি। ২১ মার্চ থেকে এই ছবি স্ট্রিমিং শুরু হবে, মনে করা হচ্ছে নেটফ্লিক্সে। 'লুটেরে' - অ্যাকশন ড্রামা ঘরানার এই সিরিজ মুক্তি পাবে ডিজনি প্লাস হটস্টারে। ২২ মার্চ মুক্তি পাবে। দেখা যাবে রজত কপূর, দীপক তিজোরী প্রমুখকে। 'অ্যায় ওয়াতন মেরে ওয়াতন' - ঐতিহাসিক থ্রিলার ঘরানার ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন সারা আলি খান। ২১ মার্চ মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিওয়। 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো' - ৩০ মার্চ থেকে নেটফ্লিক্সে দেখা যাবে কপিল শর্মা, সুনীল গ্রোভার, অর্চনা পূরণ সিংহ প্রমুখদের। দর্শককে হাসাতে তৈরি তাঁরা।