রাধিকা-অনন্তের প্রাক বিবাহ অনুষ্ঠানে 'পেয়ার হুয়া ইকরার হুয়া'-র তালে নীতা অম্বানি ও মুকেশ অম্বানি।



রাধিকা-অনন্তের বিয়েতে সস্ত্রীক সুনীল শেট্টি। তাক লাগাল মানা শেট্টির স্টাইল।



রাধিকা-অনন্তের প্রাক বিবাহ অনুষ্ঠানের দ্বিতীয় দিনে স্টাইলিশ লেহঙ্গায় তাক লাগালেন দীপিকা পাড়ুকোন।



কালো অফ শোলডার গাউনে কিয়ারা আডবাণীর দিক থেকে চোখ ফেরানো দায়!



কপূর-দ্যুতি! এক ফ্রেমে করিনা-সোনম-আলিয়ার এই ছবিটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।



সপরিবারে... পুত্র আব্রাম ও কন্যা সুহানাকে নিয়ে সস্ত্রীক শাহরুখ খান।



স্ত্রীকে নিয়ে অম্বানিদের অনুষ্ঠানে হাজির রইলেন ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা।



কালো গাউনে দিশা পাটনি.. নজর কেড়েছে তাঁর স্টাইল।



অফ শোলডার গাউনে নজরকাড়া জাহ্নবী... আর তার প্রেম নিয়ে অম্বানিদের অনুষ্ঠানে ছড়াল নতুন তরজারও।



স্বামী আনন্দ পিরামলের সঙ্গে নাচের তালে অম্বানি কন্যা ইশা