আম্বানি পরিবারের অনুষ্ঠান মানেই তারকা সমাবেশ বলিউড নয় শুধু, হলিউড তারকারাও ভিড় করেন অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠানও বাদ গেল না গুজরাতের জামনগরই আস্ত মায়ানগরী হয়ে উঠল একফ্রেমে ধরা দিলেন অনন্যা পান্ডে, আদিত্য রায় কপূর শাহরুখ খানের সঙ্গে জমিয়ে নাচ রিহানার মুকেশ আম্বানির সঙ্গে একান্ত আলাপচারিতা অমিতাভ বচ্চনেরও অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোন জমিয়ে নাচলেন রণবীর কপূরের সঙ্গে দিদি করিশ্মা কপূরের সঙ্গে পোজ দিলেন করিনা কপূর একসঙ্গে পারফর্ম করলেন রণবীর কপূর ও আলিয়া ভট্ট জমকালো সাজে অনবদ্য ছিলেন হবু মা দীপিকা তবে প্রচারের সব আলো শুষে নিলেন বলিউডের তিন খান একই মঞ্চে দেখা গেল শাহরুখ, সলমন এবং আমির খানকে