কেটি পেরি, পিটবুল, ক্রুজ কনসার্ট মাতালেন বিদেশি তারকারাও রাধিকা মার্চেন্ট-অনন্ত আম্বানির প্রাক বিবাহ অনুষ্ঠান বলে- কথা ক্রুজ পার্টিতে হাজির প্রায় গোটা বলিউড শাহরুখ, সলমন, রণবীর, তারকারা দ্যুতি ছড়াচ্ছেনই এবার নজর কাড়লেন দিশা পাটানি নীল সাগরের বুকে প্রমোদতরীতে রয়েছেন সকলে সেখানেই নাচ-গান, খাওয়া-দাওয়া এলাহি ব্যবস্থা হয়েছে সেই ক্রুজ থেকেই ছবি পোস্ট করলেন দিশা জাহাজের ডেকে দাঁড়িয়ে রয়েছেন দিশা সবুজ ব্যাকলেস ড্রেসে সকলের নজর কাড়লেন নায়িকা