প্রভাব, প্রতিপত্তি, ঐশ্বর্য খামতি নেই কিছুতেই সুপারস্টার রজনীকান্ত ৭৩ বছর বয়সেও সকলের 'থালাইভা' কিন্তু সুপারস্টারের ব্যক্তিগত জীবনে একেবারেই সাধারণ, সাদামাটা শ্যুটিং না থাকলে আধ্যাত্মিকতায় ডুব দেন রজনীকান্ত সময় পেলেই তাই বেরিয়ে পড়েন তীর্থস্থানের দর্শনে, ঐশ্বরিক অনুভূতির খোঁজে আধ্যাত্মিকতার মধ্যেই জীবনের শান্তি লুকিয়ে রয়েছে বলে মত অভিনেতার সেই শান্তির খোঁজেই এবার দেবভূমি উত্তরাখণ্ডে পৌঁছলেন রজনীকান্ত কেদারনাথ এবং বদ্রীনাথে দর্শন সারলেন রজনীকান্ত অংশ নিলেন পুজো-আরতিতে, তাঁকে দেখতে উপচে পড়ল ভিড় প্রতিবছরই আধ্যাত্মিক যাত্রায় অংশ নেন রজনীকান্ত