কঙ্গনা রানাউত। বলিউডের 'ক্যুইন'। বিজেপির টিকিটে জেতা লোকসভার সাংসদ। প্রায়ই বিতর্কে থাকেন। স্পষ্টবক্তা। মোট সম্পত্তির পরিমাণ কত?
abp live

কঙ্গনা রানাউত। বলিউডের 'ক্যুইন'। বিজেপির টিকিটে জেতা লোকসভার সাংসদ। প্রায়ই বিতর্কে থাকেন। স্পষ্টবক্তা। মোট সম্পত্তির পরিমাণ কত?

Published by: ABP Ananda
বলিউডের বহুমুখী অভিনয় দক্ষতা সম্পন্ন ও জনপ্রিয় অভিনেত্রীদের অন্যতম নাম কঙ্গনা। নিজের দক্ষতায় গ্ল্যামার ওয়ার্ল্ডে স্থান তৈরি।
abp live

বলিউডের বহুমুখী অভিনয় দক্ষতা সম্পন্ন ও জনপ্রিয় অভিনেত্রীদের অন্যতম নাম কঙ্গনা। নিজের দক্ষতায় গ্ল্যামার ওয়ার্ল্ডে স্থান তৈরি।

Published by: ABP Ananda
বলিউডের অন্যতম ভাল মাপের পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী। তার জন্য অবশ্য বেশ অনেকটাই পথ অতিক্রম করতে হয়েছে তাঁকে।
abp live

বলিউডের অন্যতম ভাল মাপের পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী। তার জন্য অবশ্য বেশ অনেকটাই পথ অতিক্রম করতে হয়েছে তাঁকে।

Published by: ABP Ananda
এবার দেখা যাক অভিনেত্রীর মোট আয় ও মোট সম্পত্তির পরিমাণ কত।
abp live

এবার দেখা যাক অভিনেত্রীর মোট আয় ও মোট সম্পত্তির পরিমাণ কত।

Published by: ABP Ananda
abp live

বলিউড তারকার মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ৯১ কোটি টাকা।

Published by: ABP Ananda
abp live

একাধিক ব্যবসা, অভিনয়ের কেরিয়ার, এবং ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট মূল আয়ের উৎস অভিনেত্রীর।

Published by: ABP Ananda
abp live

অভিনেত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ২৮.৭ কোটি ও স্থাবর সম্পত্তির পরিমাণ ৬২.৯ কোটি।

Published by: ABP Ananda
abp live

তাঁর সম্পত্তির মধ্যে মুম্বইয়ের আন্ধেরিতে একটি অফিস ব্লকও রয়েছে যা তিনি ১.৫৬ কোটির বেশি মূল্য দিয়ে কেনেন।

Published by: ABP Ananda
abp live

সূত্রের খবর, অভিনেত্রীর একটি Audi Q3, একটি Mercedes GLE 350D SUV, একটি Mercedes Maybach, একটি BMW 7-series 730LD আছে।

Published by: ABP Ananda
abp live

কর্মক্ষেত্রে অভিনেত্রী আপাতত তাঁর বহু প্রতীক্ষিত ছবি 'এমার্জেন্সি'র প্রচারে ব্যস্ত। ছবির পরিচালনা, প্রযোজনা ও মুখ্য চরিত্রে কঙ্গনা।

Published by: ABP Ananda