খারাপ সময় যেন সবাইকে এক করে দেয়, এই কথাটা অক্ষরে অক্ষরে সত্যি। রাজ চক্রবর্তীর সঙ্গে ঘর বেঁধেছেন শুভশ্রী, দুই সন্তান নিয়ে তাঁদের সুখের সংসার। অন্যদিকে প্রেমিকা রুক্মিণী মৈত্রের সঙ্গে নিজের জীবন গুছিয়ে নিয়েছেন দেব কিন্তু আরজি কর কাণ্ডে যেন মিলে গেল দেব আর শুভশ্রীর প্রতিবাদের সুর। সদ্য দেব আরজি করের দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছিলেন। দেব বলেছিলেন, 'এক রাত্রে নোটবন্দি হতে পারে, লকডাউন হতে পারে আর ধর্ষকদের ফাঁসি হতে পারে না?' এবার এই একই কথা নিজের স্টেটাসে শেয়ার করে নিতে দেখা গেল শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছেন শুভশ্রী, করেছেন রাতদখল। সদ্য তাঁর নতুন ছবি বাবলি মুক্তি পেলেও, শুভশ্রীর সোশ্যাল মিডিয়া জুড়ে এখন কেবলই প্রতিবাদের ভাষা অন্যদিকে বিদেশ থেকে ফিরে প্রতিবাদ সমাবেশে যোগ দিয়েছেন দেবও